আমি আর বেশিদিন নাই: পাপন

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে বেশিদিন থাকবেন না নাজমুল হাসান পাপন। বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমের কাছে নিজেই এমন ঘোষণা দিয়েছেন তিনি।

পাপন বলেন, এই টার্ম আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটাবছর আছে।

বোর্ডে না থাকলেও বিদায় নেওয়ার আগে দলকে সাজিয়ে গুছিয়ে যেতে যান বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিনে যুক্ত এ সভাপতি। বলেন, যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। দরকারি সব আমি করে যাব। সেটা ঠিক হবে কিনা, আমি জানি না।

রাজধানী ঢাকায় নিজ বাসার সামনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন পাপন। দল গোছানো প্রসঙ্গে আরও বলেন, আমি যেটা মনে করি- এটা করা দরকার, সেটা অনেক কঠিন সিদ্ধান্তও হলেও  নেবো।  তিনি বলেন, একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নেবো এসবের মধ্যে আমি নাই। ক্রিকেটের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেবো।

নিজ বাসায় তামিম ইকবালের সঙ্গে লম্বা সময়ের জন্য বৈঠক করেন বোর্ড সভাপতি। তামিমের মাঠে ফেরা প্রসেঙ্গে পাপন বলেন, বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না।

 

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর