মন্তব্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইন মন্ত্রণালয়ের কাছে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন, ভোটের আগে ও পরের ২ দিন মিলে মোট পাঁচ দিন নির্বাচন সংশ্লিষ্ট অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার করবেন তারা। আইন মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছে ইসি।
ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার জানিয়েছেন, গণ প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বাক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা—এ সসব অপরাধ সংক্ষিপ্ত বিচার করতে পারবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। এ অপরাধের দায়ে তিন থেকে সাত বছর জেল হতে পারে।
বিডি/এন/এমকে