পঞ্চগড়- ১ আসনের আ.লীগের প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি

পঞ্চগড় প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনের পাশাপাশি সড়ক অবরোধ করে এ দাবি জানায় তারা।

 সোমবার (২৭ নভেম্বর) বিকালে জেলা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়।  সংবাদ সম্মেলনের পর ঘন্টাব্যাপী পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়, চরম দূর্ভোগে পড়ে যাত্রীসহ পথচারী সাধারন মানুষ।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- পঞ্চগড় আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, আটোয়ারী উপজেলা .লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু প্রমূখ।

বক্তারা জানান, পঞ্চগড়- আসনে নাঈমুজ্জামান ভুঁইয়াকে বাদ দিয়ে দলের অন্য যে কোনো নেতাকে নৌকার মনোনয়ন দিলে মেনে নেবেন নেতাকর্মীরা। নাঈমুজ্জামান ভুঁইয়াকে হাইব্রিড নেতা হিসেবে আখ্যায়িত করেন তারা। বলেন, তার পূর্বে দলীয় কোন পরিচয় নেই। তিনি ছাত্র ইউনিয়ন থেকে .লীগে এসেছেন। বিএনপি-জামায়াতের চলমান হরতাল-অবরোধ কর্মসূচির প্রতিবাদে কোন দিন নেতাকর্মীদের সাথে শান্তি সমাবেশে অংশ নেননি।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর