নভেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৪৯ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৩

নভেম্বরের প্রথম ২৪ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। সোমবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী গড়ে দৈনিক ৬ কোটি ২২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, পরিমাণে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ ১০ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে কোটি ১৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর