১৪ দলীয় মহাজোটের নেতৃত্ব দিলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনেই আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী থাকবে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সাংবাদিকদের ব্রিফ্রিংকালে প্রার্থী থাকার বিষয়টি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তিনি এটাও বলেছেন, কোথাও প্রয়োজন হলে সেখানে শরিক দলের সঙ্গে সমন্বয় করে ছাড় দেওয়া হবে।
রাজধানী ঢাকায় র ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের বিফ্রিং করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৪ দলীয় জোটে কারা নমিনেশন চায়, সেটা আগে আমাদের বুঝতে হবে। তারা কারা কারা প্রার্থী, সেটা দেখি। ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় আছে, আমরা অবজারভ করবো।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার প্রতিটি আসনে দলের ডামি প্রার্থী রাখার পাশাপাশি নির্বাচনকে প্রতিযোগিতামূলক করার নির্দেশ দিয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়নপ্রাপ্তদের কেউ নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নির্বাচনকে উৎসবমুখর ও প্রতিযোগিতামূলক করতে স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য দলের কেউ প্রার্থী হলে তাকেও সহযোগিতা ও উৎসাহ দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
বিডি/আরডি/এমকে