৩০ দিনে ২১২ গাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৩

২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর- এ ৩০ দিনে সারা দেশে ২১২টি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশর পর থেকে সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবি আদায়ে  দফায় দফায় অবরোধ ও হরতাল ডেকে আসছে বিএনপিসহ সমমনা সরকারবিরোধী দলগুলো। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে ও সপ্তাহের মঙ্গলবার বিরতি রেখে প্রায় নিয়মিত এ কর্মসূচি পালন করছে তারা।  অবরোধ ও হরতাল ঘিরে বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর