মন্তব্য
২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর- এ ৩০ দিনে সারা দেশে ২১২টি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৮ অক্টোবর মহাসমাবেশর পর থেকে সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবি আদায়ে দফায় দফায় অবরোধ ও হরতাল ডেকে আসছে বিএনপিসহ সমমনা সরকারবিরোধী দলগুলো। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে ও সপ্তাহের মঙ্গলবার বিরতি রেখে প্রায় নিয়মিত এ কর্মসূচি পালন করছে তারা। অবরোধ ও হরতাল ঘিরে বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
বিডি/এন/এমকে