দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারেন, সেই ব্যবস্থা নির্বাচন কমিশন করবে। আর বিএনপি নির্বাচনে আসতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যেই আসতে হবে তাদের। নির্ধারিত সময়ের পরে এলে সেটা গ্রহণযোগ্য হবে না।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজশাহী অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা হয়।
সাংবাদিকদের রাশেদা সুলতানা আরও বলেন- নির্বাচনি চ্যালেঞ্জ তেমন কিছুই না, চ্যালেঞ্জ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছে ইসি।
নারী এ নির্বাচন কমিশনার জানান, যদিও ভোটারদের ভোট কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের, তারপরও ইসি ভোটারদের সচেতন করার ব্যবস্থা নিয়েছে। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করবে ইসি।
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রসঙ্গে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ কবীর।
বিডি/এন/এমকে