স্বাস্থ্য খাতে ৩৩ কোটি ডলার ঋণ দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৩

 

দেশের স্বাস্থ্য খাতে ভ্যাকসিন, থেরাপিউটিকস, ডায়াগনস্টিকস ম্যানুফ্যাকচারিং রেগুলেটরি স্ট্রেন্থনিং প্রজেক্টের আওতায় ৩৩ কোটি লাখ ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থায়নে ভ্যাকসিন সরবরাহ নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নিয়ন্ত্রককে শক্তিশালী করা হবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সরকার ও এডিবির মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। ঋণের এ ডলারকে বাংলাদেশি মুদ্রায় বিনিময় করলে টাকার পরিমাণ হাজার ৭০২ কোটি ৭২ লাখ টাকা (প্রতি ডলার ১১০.২০ টাকা ধরে)

এডিবি জানায়, গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) জায়গায় ভ্যাকসিন, থেরাপিউটিক এবং ডায়াগনস্টিকস ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি গুদামজাতকরণ একটা ইউনিট স্থাপন করা হবে। প্রতি বছরে ৫৮ মিলিয়ন ভ্যাকসিন তৈরি  সক্ষমতা সৃষ্টি হবে এ ইউনিটে।

এডিবি জানায়, গ্লোবাল বেঞ্চমার্কিং টুলের সম্মতিতে পরীক্ষা-নিরীক্ষার ক্ষমতা পদ্ধতি উন্নত করার পাশাপাশি ল্যাবরেটরির মান ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক পরিদর্শন ব্যবস্থাকে শক্তিশালী করতে ঋণ সহায়তা করবে। আন্তর্জাতিক সহযোগিতা বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে। বাংলাদেশের ওষুধ শিল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ উন্নত হবে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর