নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৩

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর জন্য প্রধান নির্বাচন কশিনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। জনস্বার্থে মঙ্গলবার (২৮ নভেম্বর) নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইউনুছ আলী আকন্দ জানান, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।  অন্যথায় উচ্চ আদালতে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে। গত ১৫ নভেম্বর এ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী জানুয়ারি।

আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জানান, এ নির্বাচনে দেশের বড় রাজনৈতিক দল  এখনো অনুপস্থিত। কিন্তু তারা নির্বাচনে আসতে চাইলে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া উচিত। এদিকে বিদেশিদের চাপ রয়েছে অবাধ, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করার।  সবদিক বিবেচনায় নির্বাচন পেছানোর দাবি জানিয়ে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর