দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তাদের তথ্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণখেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে চিঠি দিয়ে এ তথ্য চাওয়া হয়েছে। পাওয়া তথ্যগুলো কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে যাচাই-বাছাইসহ ঋণখেলাপি চিহ্নিত হলে তাদের নাম পাঠানো হবে ইসিতে।
চিঠিতে সংসদীয় আসনভিত্তিক মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের প্রার্থিতা বাছাইয়ের দিন, তারিখ ও সময় কেন্দ্রীয় ব্যাংককে জানানোর কথা বলা হয়েছে। এর আগে ঋণখেলাপিদের তথ্য দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল ইসি। আইন অনুযায়ী, ঋণখেলাপিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তাই মনোনয়নপত্র বাছাইকালে ব্যাংক প্রদত্ত ঋণখেলাপি সংক্রান্ত তথ্যের সঙ্গে প্রার্থীর দেওয়া তথ্য মিলিয়ে দেখেন রিটার্নিং কর্মকর্তারা। প্রার্থী ঋণখেলাপি থাকলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী খেলাপি ঋণ থাকলে মনোনয়নপত্র দাখিলের আগে নবায়ন বা পরিশোধ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। এটা না করলে তিনি প্রার্থী হতে পারবেন না।
বিডি/এন/এমকে