৮০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্বাচনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি মেনে চলা নিশ্চিত করতে মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে মাঠে নামানো হয়েছে তারা। আচরণবিধি লঙ্ঘন বা পরিস্থিতির অবনতি হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এসব ম্যাজিস্ট্রেট।
তফসিল অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ জানুয়ারি এ নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নামানোর বিষয়টি জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান।
গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ম্যাজিস্ট্রেট নিযুক্ত এক চিঠি পাঠায় ইসি। চিঠিতে ২৮ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ৩৯ দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠে থাকতে বলা হয়েছে।
চিঠিতে সর্বোচ্চ ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত প্রতি উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের কথা বলা হয়েছে। ১৫টির বেশি ইউনিয়ন থাকা উপজেলায় দু’জন ম্যাজিস্ট্রেট দিতে বলা হয়েছে।
চিঠির হিসাবে উপজেলা পর্যায়ে ৫২৫ ও পৌরসভা পর্যায়ে ২১০ ম্যাজিস্ট্রেট নিযুক্তের কথা বলা হয়। আর সিটি করপোরেশনগুলোর ক্ষেত্রে ঢাকা উত্তরে ১১ জন, ঢাকা দক্ষিণে ১৫ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় ৬ জন, গাজীপুরে ৪ জন ম্যাজিস্ট্রেট দিতে বলা হয়েছে। এর বাইরে সব সিটি করপোরেশনে তিনজন করে ম্যাজিস্ট্রেট দিতে বলা হয়েছে। তবে স্থানীয় বাস্তবতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের সংখ্যার কমবেশি করতে পারবেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকরা (ডিসি)। ম্যাজিস্ট্রেট সংখ্যা কমবেশির ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের সঙ্গে পরামর্শ করতে হবে তাদের।
এছাড়া জরুরি প্রয়োজনে যে কোনো স্থানে দায়িত্ব পালন করতে প্রত্যেক ডিসির অধীনে সর্বোচ্চ দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত নিযুক্ত করতে হবে। নির্বাচনে মোবাইল স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিযুক্তের পাশাপাশি ভোটগ্রহণের কয়েক দিন আগ থেকে ভোটগ্রহণের পর পর্যন্ত কিছু সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নির্বাচনি এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রাখতে হবে। এ চিঠির পরিপ্রেক্ষিতেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠে নামানো হয়েছে।
বিডি/এন/এমকে