আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে জবাবদিহি করতে হবে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩

ফিলিস্তিনের গাজায় দখলকার ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের এ আগ্রাসনকে যুদ্ধাপরাধ হিসেবেই দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ জন্য ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আদালতে জবাবদিহি করতে হবে বলে মনে করছেন তিনি। বিষয়টি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। খবর বার্তাসংস্থা রয়টার্স।

 

টানা দেড় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। নিহতদের মধ্যে নারী শিশুর সংখ্যা ১০ হাজারের বেশি। হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও।

রয়টার্স বলছে, গাজা ইস্যুতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের আগের দিনে মঙ্গলবার জাতিসংঘ প্রধানের সঙ্গে ফোনে কথা বলেন তুরস্ক প্রেসিডেন্ট। তারা ইসরায়েলের বেআইনি হামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রচেষ্টা চালানোর বিষয়ে আলোচনা করেন।

 

বিডি/আই/এমকে


মন্তব্য
জেলার খবর