স্বতন্ত্রভাবে নির্বাচনের জন্য এমপিদের পদত্যাগ করতে হবে না

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচনে তন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করতে হবে না একাদশ  জাতীয় সংসদের  দলীয় সংসদ সদস্যদের। দলীয়, নির্দলীয় বা সংরক্ষিত নারী আসনের হোকসংসদ সদস্য পদে থেকেই প্রার্থী হতে পারবেন তারা।

বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বর্তমান সংসদ সদস্যরা এ সুযোগ পাবেন।  এ আদেশ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার শর্তগুলোও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত সংসদ সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের পরপরই পদত্যাগ সংক্রান্ত প্রশ্ন ওঠে। এরপরই এ বিজ্ঞপ্তি জারি করলো ইসি।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর