তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৩

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ বহাল থাকাবস্থায় দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে বুধবার (২৯ নভেম্বর) রিট করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ

রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিট করার আগের দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবিতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান এ আইনজীবী। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় নোটিশটিতে।

১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) তফসিল অনুযায়ী, এ নির্বাচনের ভোট আগামী জানুয়ারি। রিটে ৭ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।

 

বিডি/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর