মারা গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার

নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) কানেকটিকাটে তার বাড়িতে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ১০০ বছর। কিসিঞ্জার অ্যাসোসিয়েটস ইনকর্পোরেটেড’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, প্রভাবশালী কূটনীতিক ছিলেন হেনরি কিসিঞ্জার। তবে শান্তিতে তার নোবেল পুরস্কার পাওয়া ছিল। দুই মার্কিন প্রেসিডেন্টের অধীনে কাজ করে মার্কিন পররাষ্ট্র নীতিতে ব্যাপক প্রভাব রেখেছেন এ কূটনীতিক। গত মে মাসে শতবর্ষ বয়স পার করেন হেনরি কিসিঞ্জার।

 

বিডি/আই/এমকে

 


মন্তব্য
জেলার খবর