দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ না পাঠালেও যুক্তরাষ্ট্র ও কমনওয়েলথসহ অনেকে পর্যবেক্ষক পাঠাচ্ছে। নির্বাচন কমিশনে (ইসি) এ পর্যন্ত প্রায় শতাধিক পর্যবেক্ষকের নাম চলে এসেছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানী ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি আর অপবাদ ছাড়ানো হয়েছে, সেখানে কিন্তু অনেকেই ভেবেছিলেন- বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু ইতোমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। এ নিয়ে চিন্তিত না সরকার।
বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় পুরো বিশ্ব।’ এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যা বলেছে, আমরাও তা-ই চাই।
বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিএনপি তাদের শেষ কথা বলে দিয়েছে। তাই তাদের নিয়ে কথা বলার জায়গা নেই। এ সময় দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের।
বিডি/এন/এমকে