দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনও থ্রেট দেখছে না পুলিশ। তারপরও সংস্থাটির গোয়েন্দাদের সব জায়গায় ফিট করা আছে। থ্রেটের কোনও তথ্য পেলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানী ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
পুলিশ প্রধান জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাই নির্বাচন কমিশনের অধীনে চলে আসে। ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করে। এখন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ। আশা করছি ইসির নির্দেশনা অনুযায়ী দেশবাসীকে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।
সহিংসতা প্রসঙ্গে আইজিপি বলেন, সহিংসতা যারা করছে, এদের মধ্যে অনেকে গ্রেফতার হচ্ছে। সংহিতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। তৎপর থাকার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে, প্রায় সবকিছুই স্বাভাবিক হচ্ছে। চোরাগোপ্তা হামলা যারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডি/এন/এমকে