মন্তব্য
দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ দেশের
৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। সংসদীয় ৩শ আসনে এসব
দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র মিলে মোট ২ হাজার ৭শ ৪১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারা মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৩০টি দলের মনোনীত প্রার্থীরা মনোয়নপত্র জমা দিলেও বিএনপিসহ ১৪টি দল মনোয়ন ফরম সংগ্রহ করেনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতি জেলার রিটার্নিং কর্মকর্তী ও জেলা প্রসশাকের কাছে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোট ৭ জানুয়ারি।
বিডি/এন/এমকে