নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ দল, মনোনয়ন জমা দিলেন ২৭৪১

নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ দেশের ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। সংসদীয় ৩শ আসনে এসব দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র মিলে মোট ২ হাজার ৭শ ৪১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারা মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৩০টি দলের মনোনীত প্রার্থীরা মনোয়নপত্র জমা দিলেও বিএনপিসহ ১৪টি দল মনোয়ন ফরম সংগ্রহ করেনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতি জেলার রিটার্নিং কর্মকর্তী ও জেলা প্রসশাকের  কাছে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই হবে থেকে ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোট জানুয়ারি।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর