সাগরে নিম্নচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২৩

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটা আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ঘনীভূত হতে পারে। শুক্রবার (১ ডিসেম্বর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে নিম্নচাপের কারণে দেশে চার সমুদ্র বন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা পায়রাকে নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া  হয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার। এটা ঝড়ো হাওয়াআকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর