বদলি করা হচ্ছে সব থানার ওসি

নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের সব থানার অফিসার ইন-চার্জদের বদলি করা হবে। নির্বাচন কমিশন (ইসি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে। শুক্রবার ( ডিসেম্বর) ইসি সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী,  প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট থানায় ছয় মাসের বেশি সময় কর্মরত ওসিদের ৫ ডিসেম্বরের মধ্যে অন্য জেলায় বা অন্যত্র বদলি করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত দিয়েছে ইসি। চিঠিটি মন্ত্রিপরিষদ সচিব এবং মহাপুলিশ পরিদর্শকের কাছেও পাঠানো হয়েছে।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর