মন্তব্য
মার্কিন সঙ্গীতশিল্পী ডেমি লোভাটো জানিয়েছেন, ডিজনি চ্যানেলের হয়ে কাজ করার সময় পরিচিত একজন তাকে প্রথম ধর্ষণ করেছিল। তখন তার বয়স ছিল ১৫ বছর।
এসএক্সএসডব্লিউ সঙ্গীত উৎসবে ‘ডেমি লোভিটা: ড্যান্সিং উইথ দ্য ডেভিল' তথ্যচিত্রের একটি অংশে তিনি এ তথ্য প্রকাশ করেন।
এছাড়া ২০১৮ সালে আরেকবার ধর্ষণের শিকার হন উল্লেখ করে লোভাটো জানান, এক রাতে অতিরিক্ত মাদক সেবনের পর দুর্বল অবস্থার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে এক মাদক কারবারি। পরে তাকে মৃত ভেবে ফেলে যায়।
বিবিসি