মন্তব্য
দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে দেশের সব উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) বদলি করা হচ্ছে। তাদের বদলি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনা সম্বলিত চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠুভাবে করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে যেসব উপজেলা নির্বাহী অফিসারের বর্তমান কর্মস্থলে চাকরিকাল ১ বছরের অধিক হয়েছে, তাদের ৫ ডিসেম্বরের মধ্যে অন্য জেলায় বদলি করা প্রয়োজন। পর্যায়ক্রমে সব ইউএনওকে বদলি করা হবে। এর আগে একই কারণে দেশের সব থানার ওসিকে বদলি সংক্রান্ত নির্দেশনা দেয় ইসি।
বিডি/এন/এমকে