আইপিএল খেলছেন না সাকিব-লিটন!

নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২৩

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) সামনের আসরে কোনো দলের হয়েই খেলছেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার মতো এবার এবার ফ্র্যাঞ্চাইজি এ আসর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালে এ লিগ মাঠে গড়াবে।  এ আসরের নিলামের জন্য বানানো ড্রাফট তালিকায় ভারতসহ বিভিন্ন দেশ মিলেয়ে ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার তাদের নাম জমা দিয়েছেন। তালিকায় আছে মাহমুদউল্লাহ রিয়াদসহ বাংলাদেশি ক্রিকেটারের নাম। প্রথমবার ভারতের বাইরে দুবাইয়ে আইপিএলের নতুন আসরের নিলাম হবে আগামী ১৯ ডিসেম্বর।

এদিকে এবার ড্রাফটে নাম দেননি সাকিব আল হাসান আর লিটন দাস। তারা কেন নাম দেননি, সেটা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে, এমপি নোমিনেশন পাওয়ায় ও নির্বাচনের আগে জাতীয় দলের খেলা থাকাসহ নানা ব্যস্ততার কারণে এ আসর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন সাকিব। আর লিটন এর আগের আসরে প্রথমবারের মতো কলকাতার হয়ে খেলতে গিয়েছিলেন। সেখানে তার অভিজ্ঞতা সুখকর ছিল না। এটা স্মরণে আসায় হয়তো তিনিও নিজেকে গুটিয়ে নিয়েছেন!

এদিকে আইপিএলের ড্রাফটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদের বাইরেও নাম আছে- হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ। এ মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে কোটি রুপি, সেটা মুস্তাফিজের।

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর