বিশ্বকাপ ব্যর্থতার পর ঘরের মাটিতে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত বছরের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টে নিউজিল্যান্ডকে তাদেরই ঘরের মাটিতে প্রথমবারের মতো হারানোর পর আবারও তাদের পক্ষে জয়ের স্বাদ নিল টাইগাররা।
এর আগে দুই টেস্টের সিরিজ খেলতে কিউইদের আমন্ত্রণ জানায় টাইগাররা। সিলেটে এ সিরিজেরই প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে সফরকারী বিপক্ষে ১৫০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের এ টেস্টে টাইগারদের নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়। টস জিতে প্রথম ইনিংসে ৩১০ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে প্রথম ইনিংসে ৩১৭ রান করে ৭ রানের লিড নেয় নিউজিল্যান্ড।
দ্বিতীয় ইনিংসেও রানের দেখা পায় লাল-সবুজের পতাকাবাহী দল, দলীয় সংগ্রহ ৩৩৮ রান। নিউজিল্যান্ডকে জয়ের লক্ষ্য দেয় ৩৩১ রানের। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১৮১ রান। ফলাফল হিসেবে ১৫০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
বিডি/এস/এমকে