ডিসি ও এসপিদের বদলির কোনো সিদ্ধান্ত হয়নি এখনো: ইসি

নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২৩

 

নির্বাচন ঘিরে ডিসি ও এসপিদের বদলির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে এটা হতে পারে।  তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার ওসির বদলির কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই তাদের বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

শনিবার ( ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রাজধানী ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন। মনোনয়ন জমা দেওয়া স্বতন্ত্র প্রার্থীসহ সব প্রার্থীর নিরাপত্তায় কমিশন ব্যবস্থা নিচ্ছে  বলেও জানান তিনি।

ওসি ইউএনওদের বদলি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচন কমিশনাররা এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলায় এবং অঞ্চল পর্যায়ে সফর করেছেন। তাদের ফাইন্ডিংসের ভিত্তিতে কমিশন বসে সিদ্ধান্ত নিয়েছে। কমিশন অনুভব করেছে, বদলি দরকার।  মাঠ পর্যায় থেকে যেসব তথ্য বিভিন্ন প্রার্থী কিংবা বিভিন্ন কোয়াটার থেকে যে তথ্য কমিশনাররা পেয়েছে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর