পাবনার চাটমোহরে অন্তরা খাতুন নামের এক গৃহবধূকে তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি নম্বর ৯৯৯ ফোন পেয়ে শনিবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশসহ একাধিক সূত্র জানায়- মাথায় উকুন, সন্ধ্যার দিকে নিয়মিত গোসল নিয়ে শুক্রবার স্বামী ও তার পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা হয় অন্তরা খাতুনের। উত্তেজিত হয়ে স্বামী তার মাথার দুই-এক জায়গায় সামান্য কিছু চুল কেটে দেয়।
অন্তরা খাতুন পাথাইলহাট গ্রামের আলমগীর হোসেন আলামিনের স্ত্রী। আলামিন পেশায় একজন ব্যবসায়ী।
এলাকাবাসী জানায়, পুলিশ আলামিনের বাড়িতে গেলে পুলিশের সঙ্গে আসতে চায়নি অন্তরা। সে সময় সেখানে রান্না করছিলেন তিনি। পরে পুলিশ তাকে নিয়ে যায়। অন্তরা তার বাবার বাড়িতে অবস্থান করছে। বিষয়টি নিয়ে দুই পরিবার বসবে, অন্তরাকে তার স্বামী সংসারে নিয়ে যাবে।
স্বামীর বিরুদ্ধে ওই মহিলার কোনো অভিযোগ নেই। স্ত্রীর মাথায় উকুন নিয়ে দাম্পত্য কলহ এটা, এমনটাই জানিয়েছে পুলিশ।
বিডি/সি/এমকে