ময়মনসিংহ ও সুনামগঞ্জে নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২৩

ময়মনসিংহ সুনামগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিযুক্ত করেছে সরকার। আর এ দুই জেলায় বর্তমান ডিসিকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি)’র নির্দেশনা মোতাবেক শনিবার ( ০২ ডিসেম্বর)  এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে। আর সুনামগঞ্জ জেলার ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহের দায়িত্ব দেওয়া হয়েছে। ওদিকে ময়মনসিংহের ডিসি মোস্তাফিজার রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগে ফিরিয়ে আনা হয়েছে। 

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর