সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২৩

সারা দেশে রোববার ভোর ৬টা থেকে পরবর্তী টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠনসহ বিভিন্ন দাবিতে নবমবারের মতো এ অবরোধ ডেকেছে বিএনপি।

এদিকে অবরোধ শুরু হওয়ার আগের রাতে রাজধানী ঢাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৭ মিনিটের ব্যবধানে সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল আগারগাঁও এলাকায় বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া অবরোধের সমর্থনে শনিবার সন্ধ্যায় ঢাকায় মশাল মিছিল হয়েছে। আগারগাঁও এলাকা থেকে বের করা এ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবরোধের ডাক দেন রিজভী। অবরোধ ডাকার সময় তিনি বলেন, তাদের সমমনা সব দল জোটের নেতাকর্মীরা অবরোধ সফল করবেন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর