মন্তব্য
সারা দেশে রোববার ভোর ৬টা থেকে পরবর্তী টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠনসহ বিভিন্ন দাবিতে নবমবারের মতো এ অবরোধ ডেকেছে বিএনপি।
এদিকে অবরোধ শুরু হওয়ার আগের রাতে রাজধানী ঢাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৭ মিনিটের ব্যবধানে সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁও এলাকায় বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া অবরোধের সমর্থনে শনিবার সন্ধ্যায় ঢাকায় মশাল মিছিল হয়েছে। আগারগাঁও এলাকা থেকে বের করা এ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ডাক দেন রিজভী। অবরোধ ডাকার সময় তিনি বলেন, তাদের সমমনা সব দল ও জোটের নেতাকর্মীরা এ অবরোধ সফল করবেন।
বিডি/এন/এমকে