মন্তব্য
ইন্দোনেশিয়ার অনূর্ধব-১৭ বিশ্বকাপের ফাইনালের শুরুটা অবশ্য খুব বেশি জমজমাট ছিল না। নির্ধারিত সময় শেষে গোলে সমান-সমান হয় শিরোপা জিততে মাঠে নামা জার্মানি আর ফ্রান্স। ২-২ গোলে ড্রয়ের পর সিদ্ধান্ত গড়ায় পেনাল্টিতে। আর পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে ছোটদের বিশ্বকাপ জয় করলো জার্মানি।
সুরাকার্তায় ফাইনাল ম্যাচে শেষে নায়ক হলেন জার্মানির গোলরক্ষক কনস্ট্যান্টিন হেইডি। দুই পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন তিনি। শুরুতেই নায়ক ছিলেন তিনি। ফ্রেঞ্চ মিডফিল্ডার বাউব্রির দুর্দান্ত এক শট ফিরিয়ে দেন এ গোলরক্ষক। গোল না পেলেও বল দখলে এগিয়ে ছিল ফ্রান্সই।
শুরুতে জার্মানি পেনাল্টি মিস করলেও সেটা কাজে লাগাতে পারেনি ফ্রান্স। টানা তিন পেনাল্টি মিস করায় শিরোপা চলে যায় জার্মানির হাতে।
বিডি/এস/এমকে