লেপ পেলেন ৭৫ দুস্থ মানুষ, বিনামূল্যে দিল জহুরা ফাউন্ডেশন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩

পাবনার আটঘরিয়া উপজেলায় বিনামূল্যে একটা করে লেপ পেয়েজেন ৭৫ জন দুস্থ মানুষ। স্থানীয় জহুরা ফাউন্ডেশন শনিবার (০২ ডিসেম্বর) তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে লেপ বিতরণ করে।

উপজেলার জুমাইখিরি গ্রামে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে লেপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জহুরা ফাউন্ডেশন এবং জেজিএমসিএইচ জহুরা বেগম হাফেজিয়া মাদরাসা মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী ওয়াজেদ আলী। বক্তব্য দেন- প্রতিষ্ঠানের আজীবন সদস্য আতাউর রহমান রেজা, সুজানগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক জহুরা ফাউন্ডেশনের সভাপতি ডা. রেজাউল হাসান, প্রতিষ্ঠাতা সদস্য শায়লা সুলতানা, সমাজসেবক আজিজুল হক বিশ্বাস, সহকারী অধ্যাপক বাবুল করিম প্রমুখ।

ফাউন্ডেশন সংশ্লিষ্ট সূত্র জানান, ওই ৭৫ জন উপজেলার জুমাইখিরি, গোবিন্দপুর, গঙ্গারামপুর, চৌবাড়িয়া, হিদাসখোল, মহেশপুর ডেঙ্গার গ্রামের বাসিন্দা।

 

বিডি/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর