মন্তব্য
নওগাঁর মহাদেবপুর উপজেলার চক গৌরী এলাকায় ধানের একটি চাতাল থেকে লাইলী বেগম (৫০) নামে এক শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী আমজাদ হোসেন পলাতক।
রোববার ( ৩ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। তার আগে পুলিশকে খবর দেন চালাতের অন্যান্য শ্রমিক। আমজাদ হোসেন জেলার মান্দা উপজেলার পার এনায়েতপুর গ্রামের বাসিন্দা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন জানান, লাইলী ও তার স্বামী চকগৌরী এলাকার আব্দুর রহমানের ধানের চাতালে কাজ করতেন। শনিবার রাতে স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওসি আরও জানান, সকালে চাতালের শ্রমিকরা তার লাশ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিডি/সি/এমকে