মন্তব্য
নিজের ফেসবুক ওয়ালে করোনার টিকা নেওয়ার ছবি পোস্ট করে ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ জানালেন, কয়েক দিন আগে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে গিয়ে টিকা নিয়েছেন তিনি। এ সময় তার মা সঙ্গে ছিলেন। তিনিও টিকা নেন।
টিকা নেওয়ার পর এক গণমাধ্যমকে নিপুণ বলেন, ‘কয়েক দিন আগেই মাসহ টিকা নিয়েছি। একটু দেরি করে ফেসবুকে ছবি প্রকাশ করেছি। হাসপাতালে কোনো ভিড় ছিল না চমৎকার পরিবেশ। শৃঙ্খলা মেনে লাইন ধরে টিকা নিয়েছেন সবাই। টিকা নেওয়ার সময় একটুও ভয় লাগেনি। আসলে টেরই পাইনি যে, কখন টিকা দিল। একটুও ব্যথা পাইনি।
টিকা নেওয়ার পর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভূব করেননি বলে জানান নিপুণ। বলেন, শুনেছি টিকা নেওয়ার পর অনেকেরই শরীরব্যথা, জ্বর হয়েছে। কিন্ত আমি বা মায়ের এখন পর্যন্ত কিছুই হয়নি।’