নীলফামারীর সৈয়দপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) দুপুর ২ টায় শহরের রেলওয়ে বাজারে বাবু আলী ডাল মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকার ধনার্ঢ্য পরিবারের সন্তান ওই ব্যবসায়ীর নাম জায়েদ হোসেন খান চঞ্চল (৬৪)। তিনি একজন পিতলের তৈজসপত্র ব্যবসায়ী। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে নিরিবিলি হোটেলের পাশে মেসার্স খান স্টোর নামে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে। মুন্সিপাড়া মহল্লার নুরুল আজিম লেনে তার বাসা। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে তার। পরিবার
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী হতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার আগে আশেপাশের লোকজন তাকে থামানোর চেষ্টা করেছিলেন- ট্রেন আসা থেকে। কিন্তু তিনি সেটা শুনতে পাননি, হয়তো ট্রেনও দেখেননি তিনি।
জানা যায়, জায়েদ হোসেন খান ঠিকমতো শুনতে পেতেন না। এজন্য নিয়মিত ‘হিয়ার এইড’ মেশিন ব্যবহার করতেন। প্রতিদিনের মত দুপুরের খাবারের জন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই পথে বাসায় ফিরছিলেন।
এদিকে এ দুর্ঘটনার পরই রেললাইনের দুই পাশের সব দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইন-চার্জ শাকিউল আজম বলেন, পরিবার ও এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের অনুরোধে মানবিক বিবেচনায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে