সমাবেশ করতে অনুমতি লাগবে

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২৩

ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া যে কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে নির্বাচন কমিশনের (ইসির) অনুমতি লাগবে। সংশ্লিষ্ট জেলার রিটার্নিং অফিস থেকে এ অনুমতি নিতে হবে।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসী আওয়ামী লীগ। এ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার (৩ ডিসেম্বর) রাজধানী ঢাকায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

আওয়ামী লীগের সমাবশে প্রসঙ্গে অশোক কুমার দেবনাথ বলেন, এ বিষয়ে আমরা এখনো কোনো চিঠি পাইনি। চিঠি পেলে পরে চিন্তা করা হবে। এ সময় আচরণবিধিতে সমাবেশ সংক্রান্ত অনুমতির বিষয়টি উল্লেখ করেন তিনি।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর