পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক ব্যক্তি আহত

পঞ্চগড় প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩

 

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে হাবিবুর রহমান (৩২) নামে এক বাংলাদেশি এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি রোববার ( ডিসেম্বর) গভীর রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নুরপাড়া সীমান্ত এলাকায় ঘটে। আহত ব্যক্তি একই এলাকার হামিদুল ইসলামের ছেলে।

জানা যায়, ভারত থেকে চোরাইপথে গরু আনতে ওই সীমান্ত এলাকায় যায় কয়েকজন বাংলাদেশি। অবৈধ অনুপ্রবেশ বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এ সময় ওই কয়েকজনের একজন হাবিবুর রহমান গুলিবিদ্ধ হয়। পরে তার সহযোগিরা তাকে উদ্ধার করে এবং বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মোহাম্মদ সোহেল জানান, ভোর রাতে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালের সার্জারী বিভাগে পাঠানো হয়েছে।

বোদা থানার অফিসার ইন-চার্জ সুজয় কুমার রায় বলেন, বিএসএফের গুলিতে এক ব্যক্তির আহত হওয়ার ঘটনা সম্পর্কে কিছুই জানেন না তিনি।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর