দেশব্যাপী ঘুরবেন ইইউ’র নির্বাচনী বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব বিষয়, নির্বাচন পূর্ব নির্বাচন পরবর্তী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনী বিশেষজ্ঞ দল। নির্বাচনে সহিংসতা, নির্বাচন পূর্ব সহিংসতাও পর্যবেক্ষণ করবেন। দেশব্যাপী ঘুরবেন তারা। তাদের নিরাপত্তা নিশ্চিতসহ সব বিষয়ে সহযোগিতা করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ( ডিসেম্বর) রাজধানী ঢাকায় আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সঙ্গে বৈঠক করেছে দল। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দুই মাসের জন্য বাংলাদেশে এসেছে ইইউ’র দলটি।

অশোক কুমার দেবনাথ বলেন- বৈঠকে তাদের যে বিষয়গুলো জানার ছিল,সেগুলো জানানো হয়েছে। তারা নির্বাচনী আইনগুলো, ভোটার সংখ্যা জানতে চেয়েছেন। নির্বাচনী আইনগুলো ইংরেজিতে করে দিতে বলেছেন।

তিনি জানান, তারা ২৩ জানুয়ারি পর্যন্ত দেশে থাকবেন। সময়ে নির্বাচনি বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তারা সারা দেশে ঘুরবেন।

অশোক কুমার দেবনাথ বলেন, হরতাল অবরোধের বিষয়ে তারা কিছু বলেনি। ভোট উৎসব হবে কি না বিষয়েও জানতে চায়নি। তবে কয়েকটি দল ভোটে এসেছে ভোটের প্রার্থী কতজন, সেটা জানতে চেয়েছেন।

 

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর