ডিএমপির ৩৩ ওসিকে বদলি করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২৩

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)  ৫০ থানার মধ্যে ৩৩ থানার ওসিদের বদলি করা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশা মোতাবেক তাদের বদলি করা হচ্ছে।  বদলি সংক্রান্ত আদেশ দু-একদিনের মধ্যেই জারি করা হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

জানা গেছে যাদের বদলি করা হচ্ছে তাদের সবাই ছয় মাসের বেশি সময় ধরে সংশ্লিষ্ট থানায় কর্মরত আছেন। ওসিদের বদলি সংক্রান্ত ইসির নির্দেশনাও সময়কাল এমন রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এ ৩৩ থানার ওসিকে বদলি করা হবে। বদলির ফলে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব পড়বে না বলে জানায় পুলিশ।

বিডি/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর