অক্টোবরের তুলনায় নভেম্বরে কমেছে রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২৩

চলতি বছরে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স কম এসেছে, পরিমাণে প্রায় কোটি ডলার।  গেল মাসে বৈধ পথে ব্যাংকের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ১৯৩ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন দেশে।

রোববার ( ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ডলার রেট বেশি থাকায় মাসের প্রথমে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও সেটা ধরে রাখা যায়নি পর্ববর্তীতে ব্যাংকগুলো ডলারের দাম কমায়। ফলে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে নিরুৎসাহিত হচ্ছেন প্রবাসীরা।

 বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসে  আসা ১৯৩ কোটি ডলার রেমিট্যান্সকে বাংলাদেশি মুদ্রায় বিনিময় ((প্রতি ডলার ১১০ টাকা ধরে) করলে টাকার পরিমাণ হয় ২১ হাজার ২৩০ কোটি টাকা। অক্টোবর মাসে ১৯৭ কোটি ৭৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে ।

নভেম্বরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, ১৭২ কোটি ৬৭ লাখ ডলার। ১৪ কোটি ৪২ লাখ ডলার এসছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে। এছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে কোটি ৩২ লাখ ডলার বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৯ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স আসে দেশে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর