গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, ইউএই এবং জাপানের সঙ্গে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২৩

আগামী ৮ ডিসেম্বরে দুবাবে শুরু হচ্ছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এ আসরে বি গ্রুপে থাকা বাংলাদেশের যুবারা খেলবে একই গ্রুপের বাকি দল শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং জাপানের সঙ্গে।

এদিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ উপলক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং নেপাল।

ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে জাপানের সঙ্গে ১১ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

গ্রুপ পর্বের ম্যাচে জিতে গ্রুপের শীর্ষ দলের মধ্যে জায়গা করতে পারলে বাংলাদেশ খেলবে সেমিফাইনালে। ১৫ ডিসেম্বর দুটি সেমি-ফাইনাল এবং ১৭ ডিসেম্বর ফাইনাল ম্যাচ হবে।

এবার এ আসরে বাংলাদেশের যুবাদের নেতৃত্ব দেবেন মাহফুজুর রহমান রাব্বী।  দলে খেলবেন- আশিকুর রহমান শিবলি, জিসান আহমেদ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আশরাফুজ্জামান বর্ণ, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), রাফিউজ্জামান রাফি, রোহানাতদৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসী সিদ্দিক মারুফ মৃধা।

 

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর