জাতীয় নির্বাচনের পর ঘোষণা হবে শিল্পী সমিতির নির্বাচনের তফসিল

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ পর্যায়ে। তাই নির্বাচন নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই আলোচনা করছেন। তবে জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনি কার্যক্রম শুরু হচ্ছে না, জাতীয় নির্বাচনের পরে এ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কমিটি সংশ্লিষ্টরা।

দুই বছর পর পর শিল্পী সমিতির নির্বাচন হয়। বর্তমান কমিটিতে নেতৃত্বে আছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার।

আগামী ফেব্রুয়ারি এ সমিতির নির্বাচনি তফসিল ঘোষণা করা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, বর্তমানে সবদিকে জাতীয় নির্বাচনের কার্যক্রম চলমান থাকায় অন্য কিছু নিয়ে এগোনে সম্ভব নয়। জাতীয় নির্বাচনের পরই শিল্পী সমিতির তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর