পাবনার চাটমোহরে পরিত্যক্ত একটি পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ফুলে-ফেঁপে বিকৃত হয়ে গেছে। লাশটি কার, পরিচয় কী- সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয় জনমনে। ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করতে পারেনি পুলিশও।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে লাশটি দেখতে পেয়ে পুলিশ খবর দেন স্থানীয়রা। পুকুরটার অবস্থান শহরের দোলং মহল্লায়।
ওই ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করছে পুলিশ। তিনি কালো চেক শার্ট, শার্টের নিচে সবুজ গেঞ্জি ও জিন্স প্যান্ট পরেছিলেন। তার মৃত্যু কিভাবে হয়েছে, সেটা কেউ বলতে পারেনি। তবে লাশ ফুলে যাওয়ায় ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে মৃত্যু হয়েছে তার।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম, থানার অফিসার ইন-চার্জ (ওসি) সেলিম রেজা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের সরকারি হাসপাতাল এলাকায় একজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যেতো। কিন্তু ক’দিন ধরে তাকে আর দেখা যাচ্ছে না। ওই লোককে ‘পাগল’ বলেই মনে করতেন লোকজন।
পুলিশ জানায়, ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি, শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
বিডি/সি/এমকে