২ কোটি মানুষ এখন ঘর ছাড়া, দাবি রিজভীর

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২৩

দেশের দুই কোটি মানুষ ঘর-বাড়ি ছেড়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। গ্রেফতার আতংকে তারা ফেরারি জীবন যাপন করছে। সোমবার ( ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, গেল দুই মাসে দেশের প্রায় ২০ হাজারমুক্তিকামী’ জনতাকে বন্দি করা হয়েছে। কারাগারে তাদের নির্যাতনের নেপথ্যে কাহিনী অবর্ণনীয়। অসুস্থ বন্দিকে চিকিৎসা না দিয়ে হাত-পায়ে শিকল পড়িয়ে কারা হাসপাতালের ফেলে রাখা, ছোট্ট সেলে ধারণ ক্ষমতার তিনগুন বন্দিকে গ্যাস চেম্বারের ন্যায় নিগৃহীত করা।

রিজভী বলেন, রাতের গভীরে আওয়ামী দলদাস হানাদার বাহিনীগণতন্ত্রকামী’ মানুষের বাড়ি-বাড়ি হানা দিচ্ছে। বিরোধীদলের নেতা-কর্মীদের না পেলে তাদের ছেলেসন্তান, স্ত্রী, মা-বোন-ভাই-বাবাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। আওয়ামী লীগ এখন নতুন করে রাজাকার, আলবদর, আলশামস, শান্তিবাহিনীর ভুমিকায় আর্বিভুত হয়েছে। তিনি বলেন, দেশের আইন শৃংখলা বলে কিছুই নেই। শেখ হাসিনা সব দুর্বৃত্তদের অধিকারে দিয়েছেন।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর