মন্তব্য
null
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া সব মনোয়নপত্রের মধ্যে ১ হাজার ৯৮৫টিকে বৈধ ও ৭৩১ টিকে বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
বাতিল ঘোষণা করা মনোনয়নপত্রের বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে পারবেন প্রার্থীরা। আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে।
তফসিল অনুযায়ী. প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে প্রতীক বরাদ্দের দিন থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ ৭ জানুয়ারি (রোববার)।
বিডি/এন/এমকে