দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দের বাড়ির আঙিনায় সোমবার (৪নভেম্বর) এ সভা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন- কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এমএ আফজল, আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল কাহার আকন্দ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. আবু নাসের সঞ্জু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন আলী আকবর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খান, সাবেক ভিপি সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোস্তুফা, সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ পাভেল, সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
বিডি/মাহবুবুর রহমান/সি/এমকে