দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে ২২টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৩৩ জনের মনোনয়নপত্র। সোমবার (৪ ডিসেম্বর) যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মওলা।
ভোটারদের স্বাক্ষর জালিয়াতি, ভুল তথ্য প্রদান, আয়কর রিটার্ন দাখিল না করা ও মামলা সংক্রান্ত তথ্য গোপনসহ অন্যান্য ত্রুটি এ ২২ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়ার তালিকায় আছেন- নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেকুজ্জামান তোতা ও সোহরাব হোসেন। নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব হোসেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, আওয়ামী লীগ নেতা এইচএম আখতারুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজল চন্দ্র দাস, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজার রহমান ও ছাত্রলীগের সাবেক নেতা মেজবাহুল আলম। নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলী ও স্বতন্ত্র প্রার্থী বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডিএম মাহবুব-উল মান্নাফ, বিএনএমের প্রার্থী জাবেদ আলী, এনপিপির প্রার্থী স্বপন কুমার দাস ও স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হোসেন।
নওগাঁ-৪ (মান্দা) বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কামাল পারভেজ, স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন, আব্দুস সামাদ ও জিয়াউল হক। নওগাঁ-৫ (নওগাঁ সদর) ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী খন্দকার আমিনুর রহমান (ফ্রবেল)। নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে স্বতন্ত্র প্রার্থী নাহিদ ইসলাম (বিপ্লব), এম এ রতন ও শাহজালাল হোসেনের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার তালিকায় থাকা প্রার্থীরা হলেন- নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আওয়ামী লীগ মনোনীত খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ ৫ প্রার্থী, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আওয়ামী লীগ মনোনীত শহীদুজ্জামান সরকারসহ তিনজন, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও সাবেক আমলা আওয়ামী লীগের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তীসহ ছয়জন, নওগাঁ-৪ (মান্দা) আওয়ামী লীগ মনোনীত নাহিদ মোর্শেদ, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক এসএম ব্রুহানী সুলতান মামুদসহ (গামা) সাতজন। নওগাঁ-৫ (নওগাঁ সদর) আওয়ামী লীগের নিজাম উদ্দিন জলিল (জন), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক ও নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, জাসদ প্রার্থী সাংবাদিক এস এম আজাদ হোসেন মুরাদ। নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আওয়ামী লীগ মনোনীত আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক (সুমন) ও নওশের আলী, জাতীয় পার্টির প্রার্থী আবু বেলাল হোসেন ।
বিডি/সি/এমকে