ফাইল ছবি
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে এ সিরিজ ঘিরে দলে পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা, দলে নতুনদের জায়গা দেওয়া হয়েছে।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলোতে টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদাকে দলে রাখেনি দক্ষিণ আফ্রিকা। ফলে এ দুই ফরমেটে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিবেন মার্করাম। টেস্ট সিরিজে বাভুমাই দলের নেতৃত্বে থাকছেন। তিন ফরম্যাটেই দলের হয়ে খেলবেন পেসার বার্গার।
দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওটেনিল বার্টম্যান, মিহলালি এমপংওয়ানা, ডেভিড বেডিংহ্যাম ও নান্দ্রে বার্গার। তবে কেবল টেস্ট দলে ব্যাটার বেডিংহ্যাম এবং ওয়ানডে দলে অলরাউন্ডার এমপংওয়ানা খেলবেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি- দু ফরমেটেই দলে আছেন বার্টম্যান।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে খেললেও টেস্ট খেলা হয়নি ট্রিস্টান স্টাবসের। সে আপসোস তার আর থাকছে না। টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি। তৃতীয় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলবেন না জেরাল্ড কোয়েৎজি, মার্কো জানসেন ও লুঙ্গি এনগিডি।
টেস্ট সিরিজে বাভুমা ও রাবাদার সাথে খেলবেন কোয়েৎজি-জানসেনরা। তবে ইনজুরির কারণে দলে রাখা হয়নি তিন পেসার লিজাড উইলিয়ামসন, এনরিচ নর্টি ও ওয়েন পার্নেলকে।
১০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই শুরু হবে মাঠে। এ সিরিজের পরের দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ ডিসেম্বর। ওয়ানডের ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার ৫ দিনের মাথায় শুরু হবে টেস্ট সিরিজ। সিরিজের শেষ টেস্ট শুর হবে ৩ জানুয়ারি।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড- আইডেন মার্করাম (অধিনায়ক), ওটেনিল বার্টম্যান, ম্যাথু ব্রিটসকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি (প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি), ডেনোভ্যান ফেরেইরা, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন (প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি), হেনরিচ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি (প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি), আন্দিলে ফেলুকুওয়াও, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস।
ওয়ানডে স্কোয়াড- আইডেন মার্করাম (অধিনায়ক), ওটেনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, রেজা হেনড্রিক্স, হেনরিচ ক্লাসেন, কেশভ মহারাজ, মিহলালি এমপংওয়ানা, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, আন্দিলে ফেরুকুওয়াও, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনে ও লিজাড উইলিয়ামস।
টেস্ট স্কোয়াড- টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, টনি ডি জর্জি, ডিন এলগার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইনে।
বিডি/এস/এমকে