সমালোচনা তার নিজের কাছে ভালোই লাগে বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। নিজের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেছেন, সমালোচনাকারী না থাকলে আমি কি এত জনপ্রিয়তা পেতাম? কখনোই পেতাম না। নেতিবাচক প্রচারণা ছাড়া তারকা হওয়া খুব কঠিন- যোগ করেন জায়েদ খান।
সম্প্রতি একটি সেলিব্রেটি শো’তে হাজির হয়েছিলেন এ চিত্রনায়ক। সেখানে নিজের পাশাপাশি চিত্রনায়িকা শবনম বুবলী, সাকিব খানের প্রসঙ্গেও কথা বলেন তিনি।
বুবলী প্রসঙ্গে এ প্রশ্নের জবাবে এ নায়ক বলেন, বুবলীর সঙ্গে আমার তেমন পরিচয় নেই, তার সম্পর্কে ধারণাও কম। তবে তাকে নিয়ে ষড়যন্ত্র হয়, এটা সে প্রায়ই দাবি করে। আমার খুব জানার ইচ্ছা, বুবলীকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়।
চিত্রনায়ক শাকিব খান প্রসঙ্গে তিনি বলেন, শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই। তবে এ দু’জনের মাঝে পার্থক্যও তুলে ধরেন জায়েদ খান। বলেন, আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। কিন্তু শাকিব খান এত শিক্ষিত নন।
নিজেকে নিয়ে বিভিন্ন সমালোচনার প্রসঙ্গে জায়েদ আরও বলেন, ভালো কথা কেউ শুনে না এবং দেখে না। ভালো কথা কখনো ভাইরালও হয় না। তিনি জানান, সমালোচনা নিয়ে তার খারাপ লাগে না। কখনো মন খারাপও হয় না।
বিডি/ই/এমকে