দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব দল অংশগ্রহণ করছে না, সভা-সমাবেশ করার ক্ষেত্রে তাদের নির্বাচন কমিশনের (ইসির) অনুমতি লাগবে না। তাছাড়া নির্বাচন সংক্রান্ত কোনো বিধি-বিধান তাদের জন্য প্রযোজ্য হবে না।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ মঙ্গলবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি জানান। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী দল রাজনৈতিক সভা-সমাবেশ করতে হলে ইসি অনুমতি লাগবে। নির্বাচনের বাইরে থাকা দলগুলো সভা-সমাবেশ করতে চাইলে স্বাভাবিকভাবে আগের মতোই আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিতে হবে।
এ নির্বাচনে ইসির নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টিও আছে। বিপরীতে বিএনপিসহ সরকারবিরোধী ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে রয়েছে।
বিডি/এন/এমকে