দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসির) ওপর বিদেশিদের চাপ একেবারেই নেই। বরং সুষ্ঠু নির্বাচন করতে সবাইকে চাপ দিয়ে বেড়াচ্ছে ইসি। নির্বাচনে বিঘ্ন ঘটা, ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দিতে যেতে পারবেন না- এমন ঘটনা ঘটার সুযোগ নেই।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
মোহাম্মদ আলমগীর জানান, নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি ও নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা এখন পর্যন্ত সন্তুষ্ট। চাপ তো নয়ই, তাদের পক্ষ থেকে কোনো পরামর্শও দেওয়া হয়নি। বর্তমানে নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটলেও সেটা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না বলেই মনে করেন তিনি।
নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে উল্লেখ করার মতো কোনো চ্যালেঞ্জ নেই জানিয়ে ইসির এ কমিশনার আরও বলেন যে কোনো কাজ করতে গেলে চ্যালেঞ্জ থাকে। ছোটখাটো চ্যালেঞ্জ আছে। তবে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে দরকার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনে সেনাবাহিনীও থাকবে।
বিডি/এন/এমকে