পঞ্চগড়ে পারিবারিক বিবাদে এক ব্যক্তির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড়ে জায়গা-জমি নিয়ে সহোদর দুই ভাইয়ের মধ্যে ‍পারিবারিক মারামারিতে ইয়াকুব আলী (৮৩) নামের একজন মারা গেছে। মঙ্গলবার ( ডিসেম্বর) সকালে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ডাঙ্গা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইয়াকুব আলী একই এলাকার মৃত আফছার আলীর ছেলে। পুলিশ জানায়, ইয়াকুব আলী  ও তার ছোট ভাই আব্দুল মমিন মঙ্গলবার সকালে নিজের বাড়িতে বিবাদে জড়ায়। এক পর্যায়ে তাদের পরিবারের  লোকজনের মধ্যে মারামারি শুরু হয়।এতে ঘটনাস্থলেই ইয়াকুব আলীর মত্যু হয়।

পঞ্চগড় সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, অনুমান করা হচ্ছে- ওই ব্যক্তির বুকে আঘাত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

 

বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর